ভ্যাট আইন ২০১২: আধুনিক ভ্যাট ব্যবস্থার নতুন দিগন্ত...
ভ্যাট আইন ২০১২ (VAT Act 2012) হলো বাংলাদেশে একটি আধুনিক ও ইনভয়েস ভিত্তিক ভ্যাট ব্যবস্থা, যা ২০১৯ সালে কার্যকর হয়। এই আইনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন, ই-রিটার্ন, ইনভয়েস জেনারেশন ও কর আদায়ে স্বচ্ছতা এসেছে। ব্যবসা প্রতিষ্ঠান এবং ভোক্তা উভয়ের জন্যই এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।